Home সারাদেশ কৃষকরা পিটিয়ে মারল ৪টি রাসেল ভাইপার
জুন ২২, ২০২৪

কৃষকরা পিটিয়ে মারল ৪টি রাসেল ভাইপার

নাটোরের লালপুরে বিস্তীর্ণ পদ্মার চরে বাদাম ক্ষেতে চারটি রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ পিটিয়ে মেরেছে স্থানীয় কৃষকরা।

শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার লালপুর ইউনিয়নের পদ্মার চরে একটি বাদামের ক্ষেতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সোহান আলী বলেন, কয়েকজন কৃষক দুপুরে চরের বাদাম ক্ষেতে বাদাম তুলতে যান। বাদাম তোলার একপর্যায়ে তারা একটি সাপ দেখতে পান। এ সময় কৃষকের চিৎকারে আশপাশের কৃষকরা এগিয়ে এসে সাপটিকে দেখে পিটিয়ে মারে।

তিনি বলেন, এ সময় পাশে আরও তিনটি রাসেল ভাইপার সাপের বাচ্চা দেখতে পেয়ে সেগুলোও মেরে ফেলে তারা। কিন্তু সেই সাপগুলো যে রাসেল ভাইপার এটি তাদের জানা ছিল না।

কৃষকরা জানান, এ সাপে যে এত ভয়ঙ্কর বিষ সেটি তাদের জানা ছিল না। মেরে ফেলার পরে তারা জানতে পারেন এগুলো বিষাক্ত রাসেল ভাইপার সাপ।

লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ বলেন, বিষয়টি শুনেছি। এতে আতঙ্কিত না হয়ে লালপুর চরের সকল কৃষকদের সতর্কতার সহিত জমিতে বাদাম তুলার জন্য পরামর্শ দিয়েছি।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরুজ্জামান শামিম বলেন, চারটি রাসেল ভাইপার সাপ মেরে ফেলার বিষয়টি শুনেছি। এতে আতঙ্কিত না হয়ে চরের কৃষকসহ সকলকে সতর্কভাবে চলাফেরার পরামর্শ দেন তিনি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *