Home খেলা ভারতের বিপক্ষে সাকিবকে ‘তুরুপের তাস’ বললেন জহির খান
জুন ২২, ২০২৪

ভারতের বিপক্ষে সাকিবকে ‘তুরুপের তাস’ বললেন জহির খান

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে মাঠে নামছে ভারত-বাংলাদেশ। গত এশিয়া কাপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ৮০ রানের পর বল হাতে শিকার করেন এক উইকেট। ভারতকে হারাতে হলে সাকিবের ভালো করাটা গুরুত্বপূর্ণ বলছেন দেশটির সাবেক পেসার জহির খান।

জহির খানের ধারণা অমূলক নয় একেবারে। বিশ্ব আসরে বাংলাদেশের জয় মানেই সাকিবের দুরন্ত পারফরম্যান্স। সাকিব ভালো করলে জয়ের সম্ভাবনা বেড়ে যায় বাংলাদেশের। এবার ভারতের বিপক্ষে এই তারকা অলরাউন্ডারকেই ‘তুরুপের তাস’ বললেন জহির।

ক্রিকবাজের ম্যাচপূর্ব টক শোতে জহির খান বলেন, ‘সাকিবের ভালো ছন্দে থাকা জরুরি। তাকে রান করতে হবে। কারণ, আমরা দেখেছি, বাংলাদেশ যখনই ভালো করে, তার সঙ্গে সাকিবের কোনো না কোনো সংযুক্তি থাকেই। লম্বা সময় ধরে এটা আমরা দেখে আসছি। বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।’
সাকিবের পাশাপাশি ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহিদ হৃদয়কে ছন্দে দেখতে চান জহির। একই সঙ্গে অফফর্মে থাকা লিটনকেও দায়িত্ব নেওয়ার তাগিদ এই সাবেক ভারতীয় পেসারের।

‘এছাড়া মাহমুদউল্লাহকেও ভালো ছন্দে দেখা যাচ্ছে। তাওহিদ হৃদয়ের ওপরও দায়িত্ব থাকবে ভালো করার। ভালো শুরু এনে দেওয়াও লিটন দাসের দায়িত্ব।’

বাংলাদেশের বোলিং অ্যাটাকে মোস্তাফিজকে সবার এগিয়ে রাখছেন জহির। চলতি বিশ্বকাপে বলা যায় বোলারদের কাঁধে ভর করেই লড়ছে বাংলাদেশ।

‘বোলিংয়ের দিক থেকে বাংলাদেশকে বেশ ভালো দল বলেই মনে হয়। বোলাররা খুব ধারাবাহিক। মোস্তাফিজুর রহমানকে তার ছন্দ ধরে রাখতে হবে। বল হাতে নেতৃত্ব দিতে তাকেই দিতে হবে।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *