Home অপরাধ গুইমারায় ১৯৮ লিটার চোলাইমদসহ আটক ১ 
জুন ১৮, ২০২৪

গুইমারায় ১৯৮ লিটার চোলাইমদসহ আটক ১ 

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির গুইমারায় ১৯৮ লিটার চোলাইমদসহ ১ জনকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

রবিবার (১৬ জুলাই) রাতে গুইমারা বাজারের চেক পোস্টের সামনে থেকে কাঁঠালবাহী পিকআপ থেকে ৮টি পাটের বস্তা থেকে সর্বমোট ১৯৮ লিটার দেশীয় চোলাই মদ জব্দসহ একজনকে আটক করে পুলিশ।

আটককৃত ব্যক্তি লক্ষীপুর জেলার কমলনগর থানার চর মার্টিন ইউনিয়নের কমলনগর মুন্সির হাট এলাকার মোতালেব মিয়ার ছেলে আলমগীর হোসেন (৫০)।

পুলিশ সূত্র জানায়, কাঁঠাল বোঝাই একটা পিকআপ খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে। থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে দায়িত্বরত পুলিশ সদস্যরা চেকআপের জন্য সিগনাল দিলে, চালক চেকপোস্ট অতিক্রম করে একটু সামনে গিয়ে গাড়ি থামিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। গাড়িতে থাকা অপর ব্যক্তিকে আটক করে পুলিশ। গাড়িতে থাকা কাঁঠালের নিচে বস্তা ভর্তি চোলাই মদ জব্দ করে।মূলত চোলাইমদগুলো চট্টগ্রাম শহরের উদ্দেশ্য নিয়ে যাচ্ছে বলে জানায় আটক আলমগীর।

গুইমারা থানার ওসি আরিফুল আমিন জানান, কাঁঠালবাহী গাড়িতে ০৯টি জারকিন ও ৪৫টি প্লাস্টিকের বোতল ভর্তি সর্বমোট ১৯৮ লিটার চোলাই মদ পরস্পর যোগসাজশে পরিবহন করে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলো। চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা গাড়িটি তল্লাশি করে কাঁঠালের নিচে বস্তা থেকে চোলাই মদগুলো জব্দ করে এবং গাড়িতে থাকা দুইজনের মধ্য একজনকে আটক করে। ধৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে জানান তিনি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *