Home সারাদেশ মাটিরাঙায় প্রাকৃতিক ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
জুন ১৮, ২০২৪

মাটিরাঙায় প্রাকৃতিক ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন হয়ে পড়ে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ছয় পরিবার ও মাটিরাঙ্গা পৌরসভার দুই পরিবার। প্রাকৃতিক ঝড়ে নি:স্ব হয়ে পড়ে নিম্ন আয়ের মানুষগুলো। নতুন করে গৃহ নির্মান যখন তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে তখন সরকারী সহায়তা নিয়ে ওই ছয় পরিবারের পাশে দাঁড়ালেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ৩টার দিকে প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন পরিবারকে সরকারী সহায়তা হিসেবে দুই বান্ডিল করে ঢেউ টিন ও ৬ হাজার টাকা করে প্রদান করেন।

এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আমেনা বেগম, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ ও উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন প্রমুখ ছিলেন।

যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকার ঘোষনা দিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রশাসন সবসময় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *