দীঘিনালা জোন পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান
তাজু কান্তি দে,খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
বিদায়ী শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে খাগড়াছড়ির দীঘিনালা জোন পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সেনাবাহিনী প্রধান নিজ সামরিক জীবনের শুরু দিঘীনালা জোনে আজ ১৬ জুন ২০২৪ সকালে গমন করলে তাঁকে স্বাগত জানান জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম।
সেনাবাহিনী প্রধান নিজ মাতৃ ইউনিটসহ দিঘীনালা জোনের অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনা সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং সেখানে একটি গাছের চারা রোপন করেন।
উল্লেখ্য, জেনারেল শফিউদ্দিন ১৯৮৩ সালে ‘সেকেন্ড লেফটেন্যান্ট’ হিসেবে দিঘীনালা জোনে ‘৪র্থ ইস্টবেঙ্গল’ এ তাঁর কর্মজীবন শুরু করেন।