Home শিক্ষা-ক্যাম্পাস ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৯০ শতাংশের বেশি
জুন ১৩, ২০২৪

ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৯০ শতাংশের বেশি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাশ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা-২০২২ এর ফল প্রকাশ করা হয়েছে। তিনটি বর্ষে ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী পাশ করেছেন।

বুধবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের হাতে পরীক্ষা নিয়ন্ত্রক একেএম আক্তারুজ্জামান ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন।

ফলাফলে দেখা গেছে, ফাজিল (স্নাতক) প্রথম বর্ষ পরীক্ষায় পাশের হার ৯০ দশমিক ০৯ শতাংশ, দ্বিতীয় বর্ষে ৯৪ দশমিক ৫৬ শতাংশ এবং তৃতীয় বর্ষে ৯৫ দশমিক ৭৬ শতাংশ। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.iau.edu.bd পাওয়া যাবে।

ফাজিলের তিনটি বর্ষের পরীক্ষা গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়, যা চলে এপ্রিল পর্যন্ত। দেশের আট বিভাগের ২৯৫টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ১৬ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী তিন বর্ষের পরীক্ষায় অংশ নেন।

ফল প্রকাশের পর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, মাদরাসা শিক্ষার মান উন্নয়নে দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী পরীক্ষাগুলো গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ এসএম এহসান কবীর প্রমুখ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *