Home রাজনীতি আ.লীগ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে : টুকু
জুন ১২, ২০২৪

আ.লীগ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে : টুকু

আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের মানুষ আজ এই সরকারের নির্যাতনের শিকার। তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে যশোরে জেলা যুবদলের উদ্যোগে আন্দোলন-সংগ্রামে কারাবরণকারী ও হামলা-মামলার শিকার সংগঠনের প্রায় ২৫০ নেতাকর্মীর সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে টুকু এসব কথা বলেন।

যুবদল সভাপতি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারও সঙ্গে আপস করেন না। তিনি গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। খালেদা জিয়া এখনো বন্দি। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে এ সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে। বর্তমান আওয়ামী সরকার জনবিচ্ছিন্ন হওয়ায় অত্যাচার-নির্যাতন চালিয়ে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। তবে জেল-জুলুমে বিএনপি ভয় পায় না। এসবে অভ্যস্ত হয়ে গেছে।

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে টুকু বলেন, বাজেটে বেকারদের কর্মসংস্থান, নতুন শিল্প কলকারখানার কথা নেই। আজকে শিক্ষিত বেকাররা বিদেশ চলে যাচ্ছেন। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিবাজদের আরও উৎসাহ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নানা কৌশল অবলম্বন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, একদলীয় শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য ভিন্ন কায়দায় ক্ষমতা দখল করেছে। জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে এ সরকার দেশকে ধ্বংস করে দিবে। যে পর্যন্ত এই সরকারের পতন না হবে, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে না পারব-ততক্ষণ পর্যন্ত রাজপথে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।

যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. নুরুজ্জামান, খুলনা বিভাগীয় সহসভাপতি নাজমুল হুদা সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, সহসাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, আলমগীর হোসেন সোহান, খুলনা বিভাগীয় সহসাধারণ সম্পাদক এবায়দুল হক রুবায়েত, সহকুটির শিল্পবিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রুমন, সহ-গ্রাম সরকার সম্পাদক মহিউদ্দিন রাজু, কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল কবির সুমন, জাহিদ হাসান, শাজাহান রনি, খুলনা যুবদলের সহসভাপতি আমিনুর রহমান মধু, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু প্রমুখ নেতারা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *