Home বিনোদন ‘পুষ্পা’র ডায়লগ দিয়ে সাড়া ফেললেন ডেভিড ওয়ার্নার
জুন ১২, ২০২৪

‘পুষ্পা’র ডায়লগ দিয়ে সাড়া ফেললেন ডেভিড ওয়ার্নার

ভারতের দক্ষিণী সিনেমার সুপার স্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমার ডায়লগ দিয়ে সাড়া ফেলেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সম্প্রতি একটি বিজ্ঞাপনে, ‘পুষ্পা’র সংলাপ বলেছেন ক্রিকেটার।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১০ জুন) নিজের সোশ্যাল মিডিয়ায় নতুন বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করেছেন ডেভিড ওয়ার্নার। বিজ্ঞাপনটিতে ওয়ার্নারকে ভাঙা হিন্দিতে বলতে শোনা যায় ‘ফায়ার হ্যায় ম্যায়’। ক্রিকেটারের মুখে আল্লুর ডায়লগ শুনে উচ্ছ্বসিত ‘পুষ্পা’ভক্তরা।

এতে প্রতিক্রিয়া জানান আল্লু অর্জুন নিজেও।তাকে পাল্টা উত্তরও দিয়েছেন ক্রিকেট তারকা।

এদিকে ওয়ার্নারের ভিডিওতে হাসির ইমোজি দিয়েছেন আল্লু। উত্তরে ওয়ার্নার বলেছেন, ‘কী মজার! আপনিই সেরা।’

২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। আল্লু অর্জুন অভিনীত এই ছবি নজর কেড়েছিল পুরো বিশ্বের দর্শকের। তার পর থেকেই ছবির সিকুয়েল ‘পুষ্পা: দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শক। চলতি বছরে ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা ২’।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *