Home বানিজ্য ব্যাংকারদের বিদেশ ভ্রমণে ফের নিষেধাজ্ঞা
জুন ১১, ২০২৪

ব্যাংকারদের বিদেশ ভ্রমণে ফের নিষেধাজ্ঞা

ব্যাংকের অর্থায়নে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে ফের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ ভ্রমণ, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন না।

গতকাল (১১ জুন) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ডলার সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করা হয় নতুন নির্দেশনায়।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানির অর্থায়নে প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ, স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে।

তবে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ নির্দেশনায় বলা হয়েছে, নিজস্ব অর্থায়নে চিকিৎসা ও হজ পালনের জন্য বিদেশে ভ্রমণ করা যাবে। নিজ ব্যাংকের কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নিজস্ব অর্থায়নে কর্মকর্তারা হজে যেতে পারবেন। এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশ থাকা সাপেক্ষে জরুরি চিকিৎসা গ্রহণের জন্যও বিদেশ যেতে পারবেন।

এর আগে ২০২২ সালে ১৬ নম্বর সার্কুলার জারি করে ব্যাংকারদের ‘ব্যক্তিগত’ বিদেশ যাত্রাতে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এর কিছু দিন পর অবশ্য বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়। দীর্ঘ দুই বছর পর আবারও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এলো। তবে সেই নিষেধাজ্ঞায় ব্যাংকের অনুমতি ছাড়া ‘ব্যক্তিগত’ খরচেও বিদেশে যাওয়া মানা করা হয়েছিল।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *