৪৩ বিজিবির অভিযানে ১০.৮৮ ঘনফুট সেগুন গোলকাঠ উদ্ধার
খাগড়াছড়ির রামগড়স্থ সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর সদস্যরা অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে পাচারকালে ১০.৮৮ ঘনফুট বাংলাদেশী সেগুন গোলকাঠ জব্দ করেছে।
আজ শুক্রবার (০৭ জুন) সকালে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমূখ চেকপোষ্টের সামনে পাকা রাস্তার উপর হতে মালিকবিহীন অবস্থায় এসব কাঠ উদ্ধার করা হয়।
জানা যায়, এদিন সকাল দশটার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর কয়লারমূখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমূখ চেকপোষ্টের সামনে পাকা রাস্তার উপর হতে মালিকবিহীন ১০.৮৮ ঘনফুট বাংলাদেশী সেগুন গোলকাঠ জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত কাঠ প্রয়োজনীয় কার্যক্রম শেষে কয়লা বনবিট অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে কাঠ পাচার রোধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, মাদক পাচারসহ যে কোন অপতৎপরতা রোধে বিজিবি সচেষ্ট রয়েছে।