Home বিশ্ব বাজারে এলো চার্লসের ‘প্রতিকৃতি’ সম্বলিত নতুন ব্যাংক নোট
জুন ৮, ২০২৪

বাজারে এলো চার্লসের ‘প্রতিকৃতি’ সম্বলিত নতুন ব্যাংক নোট

বাজারে এসেছে ব্রিটিশ রাজা চার্লসের প্রতিকৃতি সম্বলিত নতুন ‘ব্যাংক নোট’ । ৫, ১০, ২০ ও ৫০ পাউন্ডের নোটে থাকছে রাজা চার্লসের ছবি। ব্যাংক অব ইংল্যান্ড এসব নোট ইস্যু করেছে।

বুধবার এই ব্যাংক নোট বাজারে আসে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর প্রায় ২ বছর পর এই ব্যাংক নোট বাজারে এলো। এর আগে রাজা চার্লসের ছবি সম্বলিত ৫০ পেন্সের (এক পাউন্ডের অর্ধেক) কয়েন বাজারে ছাড়া হয়েছিল। এবার চালু হলো ব্যাংক নোট।

গত ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়। এরপর তার বড় ছেলে তৃতীয় চার্লস রাজা হন। এরপর থেকেই দেশটির রীতি অনুযায়ী কয়েন, ব্যাংক নোট, জাতীয় সংগীত এমনকি পাসপোর্টে পরিবর্তন নিয়ে আসার কথা জানানো হয়।

সে ধারা বজায় রেখেই রাজার মুখচ্ছবি বসানো নোট বাজারে এলো। তবে একই সঙ্গে চালু থাকবে রানির আগেকার মুখচ্ছবির নোটগুলোও।

চার্লসের মুখচ্ছবির নতুন এই ব্যাংক নোটের নকশা ২০২২ সালের ডিসেম্বরে প্রকাশ করেছিল ব্যাংক অব ইংল্যান্ড। রানির মুখচ্ছবির পাউন্ডের নোটের নকশায় শুধু নতুন রাজার ছবি যুক্ত করা ছাড়া আর কোনো পরিবর্তন আনা হয়নি।

১৯৬০ সালে রানি এলিজাবেথের মুখচ্ছবি সম্বলিত নোট বাজারে ছাড়া হয়। কোনো রাজা বা রানির ছবি সম্বলিত সেই নোটও ছিল ইংল্যান্ডের ইতিহাসে প্রথম। দেশটির বাজারে বর্তমানে সাড়ে চারশ কোটি নোট প্রচলিত রয়েছে; মূল্য ৮০০০ কোটি পাউন্ড।

এ বিষয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলছে, শুধু ছেঁড়াফাটা নোটগুলোর পরিবর্তন ও চাহিদার ভিত্তিতেই বাজারে এসব নতুন নোট তৈরি করা হবে, যাতে পরিবেশ ও অর্থনৈতিতে কোনো প্রভাব না পড়ে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *