ইনজুরি কাটিয়ে শ্রীলংকার বিপক্ষে ফিরছেন তাসকিন
শ্রীলংকা ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে টাইগারদের প্রথম ম্যাচ। তার আগে তাসকিন আহমেদকে নিয়ে আশার কথা শুনিয়েছে বিসিবি। বিশ্বকাপের প্রথম ম্যাচে একাদশে থাকবেন তিনি।
বিশ্বকাপের দল ঘোষণার আগে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন তাসকিন। এরপর দ্রুত সেরে উঠার প্রত্যাশায় তাসকিনকে নিয়ে দল ঘোষণা করে বিসিবি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ এবং ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেননি তাসকিন। এবার জানা গেলো, তাসকিনের মাঠে ফেরার দিনক্ষণ।
শ্রীলংকার ম্যাচ সামনে রেখে পুনর্বাসনের অংশ হিসেবে সোমবার বোলিং অনুশীলন করেছেন তাসকিন। পরে তার সর্বশেষ অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবি ফিজিও বায়েজিদ ইসলাম। যেখানে তিনি জানিয়েছেন, ৫ জুন থেকে পুরোদমে বোলিং শুরু করবেন তাসকিন। এখন পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী তাসকিনের উন্নতির কথাই জানিয়েছেন তিনি।
সোমবার (৩ জুন) সাংবাদিকদের বায়েজিদ বলেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাকে এ কারণে ইনডোরে আসা। ৫ জুন তার পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে ৭ জুনের ম্যাচে ওকে পাব কিনা। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।’
শ্রীলংকা ম্যাচের আগে তাসকিনের সেরে উঠার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বায়েজিদ। তার প্রত্যাশা শ্রীলঙ্কা ম্যাচের আগেই শতভাগ ফিট তাসকিনকে পাওয়া যাবে।
বায়েজিদ আরও বলেন, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি, ৭ জুনের মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।’
বাংলাদেশ দলে তাসকিনের পাশাপাশি চিন্তার কালো মেঘ বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে নিয়েও। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রান আটকাতে গিয়ে বোলিং-হ্যান্ডে ব্যথা পান শরীফুল। পরে তার বাম হাঁতে পড়ে ছয়টি সেলাই। এমন আবহে শ্রীলংকা ম্যাচে শরীফুলের খেলা অনেকটাই অনিশ্চিত। শুধু শ্রীলংকা ম্যাচ নয়, বাংলাদেশের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শরীফুলকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।