Home সারাদেশ সার্বজনীন পেনশন স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন। 
জুন ৩, ২০২৪

সার্বজনীন পেনশন স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন। 

বালী তাইফুর রহমান, নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধি:
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সার্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভূক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে

বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন আয়োজনে আজ ৩ জুন ২০২৪ তারিখ বেলা ১১ টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ সভাপতি এবং বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নাদিম মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফাতেমা মমতাজ মলি ও মো: আতিকুর রহমান। একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য রাখেন কল্যাণ পরিষদ গ্রেড ১১-১৬ এর সভাপতি আরিফ হোসেন সুমন, সাবেক সভাপতি শাহাজাদা খান এবং কল্যাণ পরিষদ গ্রেড ১৭ থেকে ২০ এর সভাপতি আরিফ সিকদার।
মানববন্ধনে অংশগ্রহণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *