Home খেলা বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত
জুন ১, ২০২৪

বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টারেও দেখা যাবে।

এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। কিন্তু সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে। সেই সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় সাকিব আল হাসান-নাজমুল হোসেন শান্তরা। আজ ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্সের মধ্য দিয়ে আত্মবিশ্বাস চাঙ্গা করতে চায় টাইগাররা।

অন্যদিকে ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপের আগে ঘরের মাঠে আইপিএল খেলায় ব্যস্ত ছিল। আইপিএল শেষ করেই বিরাট কোহলি-রোহিত শর্মারা সোজা যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে গেছেন। বিশ্বকাপের আগে আজকের প্রস্তুতি ম্যাচটি ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতি জোরাদারের শেষ সুযোগ।

ভারত: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।

বাংলাদেশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকের আলী, তানভীর ইসলাম, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *