Home অপরাধ মানিকছড়িতে পুলিশের অভিযানে ১০০ লিটার মদ জব্দ
জুন ১, ২০২৪

মানিকছড়িতে পুলিশের অভিযানে ১০০ লিটার মদ জব্দ

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশের অভিযানে ১০০ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাই মদ ও মদ পরিবহনে একটি সিএনজি জব্দসহ ০২ জনকে গ্রেফতার করা হয়েছে।

৩০ মে ভোরে উপজেলার গরমছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন থানা পুলিশের একটি চৌকস দল।

এ সময় মানিকছড়ি ও ফটিকছড়ি সীমান্তবর্তী এলাকায় একটি সিএনজি গাড়ি থামিয়ে ১০০ লিটার চোলাই মদসহ মো. আলম ওরফে সুমন (৩২) ও সুমন চাকমা (৪৮) কে আটক করা হয়। মো. আলম পাশ্ববর্তী লক্ষ্মীছড়ি উপজেলায় মগাইছড়ি এলাকার মৃত মোজাম্মেল হক ওরফে আলীমুদ্দিের পুত্র এবং সুমন চাকমা (৪৮) একই উপজেলার বাইন্যাছোলার মৃত রবীন্দ্র চাকমার পুত্র।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, ১০০ লিটার চোলাই মদসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করে আটক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *