নড়াইলে ওলামা ও সুধী সম্মেলন অনুষ্ঠিত
মো:নাহিদ হাসান মুন্না নড়াইল:
নড়াইলে ওলামা ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিনটায় শহরের মাছিমদিয়ায় ফজলুল উলুম কওমী মাদরাসার সামনে এ সম্মেলনে শুরু হয়ে শেষ হয় সাড়ে পাঁচটায়। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা মো. তাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। প্রধান বক্তা ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি জেনারেল মুফতি রেজাউল করিম আবরার।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফ আলী নূরী, নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আইয়ুব আনসারী, উপদেষ্টা মাওলানা খায়রুজ্জামান সাহেব, মাওলানা শামসুল হক যশোরী, মাওলানা ইমরান হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মাওলানা নহিদুল ইসলাম প্রমুখ।
মো:নাহিদ হাসান মুন্না
০১৮৩৯৮৩৪৪৯৯
(৩০/০৫/২০২৪)