Home সারাদেশ ৭২ ঘন্টা বিদ্যুৎবিহীন নলছিটি,বিশুদ্ধ পানির জন্য হাহাকার,অনেক চাপকলেও উঠছে না পানি।
Mei ৩০, ২০২৪

৭২ ঘন্টা বিদ্যুৎবিহীন নলছিটি,বিশুদ্ধ পানির জন্য হাহাকার,অনেক চাপকলেও উঠছে না পানি।

তাইফুর রহমান, নলছিটি(ঝালকাঠি) সংবাদদাতা:
 ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ছিন্নভিন্ন হয়ে গেছে নলছিটি বিদ্যুৎ সরবরাহ লাইন। ৭২ ঘন্টা বিদ্যুৎবিহীন নলছিটি উপজেলা। শহর এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ইলেকট্রনিক ডিভাইসগুলোতে চার্জ না থাকায় যোগাযোগ বিছিন্ন হয়ে পরেছেন উপজেলাবাসী। মোবাইল ফোন ডিভাইসগুলোতে চার্জ না থাকায় একে অপরের খোঁজ নিতে পারছেন না।
নলছিটি বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের কারণে ঝড়ো হাওয়ায় নলছিটি বিদ্যুৎ সরবরাহ লাইনের বিভিন্ন ধরনের ৫৫টি খুটি ভেঙে গেছে। গাছ উপড়ে পরে বহু সরবরাহ লাইন ছিড়ে গেছে। এছাড়া ১১কেভি হেবি লাইনের তিনটি টাওয়ার ধুমড়েমুচড়ে পরে আছে। ঠিক কবে নাগাদ এগুলো ঠিক করতে পারবেন তার নিশ্চয়তা দিতে পারছেন না বিদ্যুৎ অফিসের কর্তারা।
বিদ্যুৎ না থাকায় শহরের বাসিন্দারা গভীর নলকূপ থেকে মোটরের সহায়তা পানি তুলতে না পারায় দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানির সংকট। অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার কারণে আশেপাশের ডিপ টিউবওয়েলগুলোর পানিও এখন পর্যন্ত পান করা নিরাপদ না। সেগুলো পরিস্কার করার পরে পানি পানের উপযোগী হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বাবুল হাওলাদার নামের এক বাসিন্দা জানান,আমার চারতলা বিল্ডিংয়ে ১৬ টি পরিবার বসবাস করে তাদের পানির একমাত্র উৎস বিদ্যুৎ চালিত মোটর। বিদ্যুৎ না থাকায় পানি তুলতে পারছি না। এতগুলো পরিবারের নিত্যদিনের প্রয়োজনীয় কাজ ও খাবার পানির এখন তীব্র সংকট দেখা দিয়েছে। এরকম নলছিটিতে শতশত পরিবার বিশুদ্ধ পানির সংকটে ভুগছে।
নয়ন হোসেন নামের একজন জানান, আমাদের নলছিটি উপজেলার বেশিরভাগ ছোট যানবাহনগুলো মোটর চালিত, সেগুলো চার্জ দিতে না পারায় সড়কে গাড়ীর সংখ্যা খুবই কম। তাই এখন সাধারণ মানুষজনের যাতায়াতের সমস্যা হচ্ছে। বিদ্যুৎ না পাওয়া পর্যন্ত এ সমস্যা কাটবে না।
নলছিটি বিদ্যুৎ সরবরাহ কতৃপক্ষ ওজোপাডিকোর কর্মকর্তা সোহেল রানা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের পরেই আমাদের লোকজন কাজ শুরু করেছে। কিন্তু এতো পরিমাণ ক্ষতি হয়েছে যে আমাদের এগুলো ঠিক করতে বেগ পেতে হচ্ছে। এখন আমরা চেষ্টা করছি শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যেভাবেই হোক বুধবার (২৯মে)বিকেলের মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু করার। পরে ধীরে ধীরে অন্যান্য এলাকার সংযোগ লাইন ঠিক করা হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *