Home বিশ্ব নারীদের জন্য বিমানে স্পেশাল সুযোগ
Mei ২৯, ২০২৪

নারীদের জন্য বিমানে স্পেশাল সুযোগ

নিরাপত্তার কথা চিন্তা করে অনেক সময় নারীরা যাতায়াতের সময় যানবাহনে নারীদের পাশে বসতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এখন থেকে বিমানেও নারীরা নারীদের পাশে বসতে পারবেন। নারী যাত্রীদের স্বস্তির কথা চিন্তা করে এমন সুযোগ করে দিল ভারত।

বিমানে ওয়েব চেক ইনের সময় একজন নারী যাত্রী সিট বাছাইয়ের ক্ষেত্রে দেখে নিতে পারবেন যে, কোন কোন সিটে নারী যাত্রীরা প্রি-বুক করেছেন। সেই মতো কোনো নারী সহযাত্রীর পাশে ওই নারী নিজের সিট বুক করতে পারবেন।

যাত্রী পরিবহনের দিক থেকে ভারতে সর্ববৃহৎ বিমানসংস্থা (ইন্ডিগো) বলছে, ‘আমাদের নারী যাত্রীদের যাত্রার অভিজ্ঞতা যাতে আরও সুখকর হয়, তার জন্যই এই নিয়ম চালু হচ্ছে। আশা করছি এতে নারীরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *