Home খেলা ‘ছক্কা মারার জন্য কে বল করছে দেখি না’
Mei ২৮, ২০২৪

‘ছক্কা মারার জন্য কে বল করছে দেখি না’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সি গায়ে এবারই প্রথম খেলবেন রিশাদ হোসেন। এই লেগ-স্পিনারের বড় শট খেলার সামর্থ্য রয়েছে। বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ দলের ১৫ জন ক্রিকেটারের সাক্ষাৎকারের ভিডিও ধারাবাহিকভাবে প্রকাশ করছে বিসিবি।

সোমবার প্রকাশ করেছে রিশাদের ভিডিও। সেখানে নীলফামারীর এই ক্রিকেটার যা বলেছেন। ‘আমি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগইে দলের প্রয়োজনে অবদান রাখতে চাই। ইনশাআল্লাহহ সবসময় এটাই চেষ্টা করব।’

‘প্রথম যখন ক্রিকেট খেলা শুরু করি, তখন লেগ-স্পিনার ছিলাম। কিন্তু আমার ভাবনা ছিল আরও বড় কিছু করার। দেশের জন্য কিছু করতে হলে আমাকে তিন বিভাগেই থেকেই অবদান রাখতে হবে। আপনি যখন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ক্ষেত্রে ভালো করতে চাইবেন তখন আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।’

‘আমি চেষ্টা করছি ব্যাটিংয়ে আরও উন্নতি করার জন্য। সব ব্যাটার চায় বড় শট খেলতে। আমিও চাই বাউন্ডারির দিকে বেশি শট খেলতে। ছক্কা মারার জন্য নিজের ওপর বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। কে বল করছে দেখি না। আমি শুধু বল দেখি। আমি শুধু বল বিবেচনা করি এবং সে অনুযায়ী খেলার চেষ্টা করি।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *