Home সারাদেশ রামগড় বিজিবির অভিযানে ২টি ভারতীয় গরু জব্দ
Mei ২৫, ২০২৪

রামগড় বিজিবির অভিযানে ২টি ভারতীয় গরু জব্দ

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) কর্তৃক অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে দেশে আনা ২টি ভারতীয় গরু জব্দ করার হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ মে) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন কয়লারমূখ বিওপিতে কর্মরত বিজিবি সদস্যরা এসব গরু জব্দ করে।

সূত্র জানায়, রাত এগারোটার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমূখ বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ আশরাফুল আলম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত ছোট ফড়িংগা নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় ২টি গরু জব্দ করতে সক্ষম হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব ভারতীয় গরু সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে যাতে কোন অসাধু চক্র ভারত থেকে অবৈধ পথে দেশে কোন গরু বা অবৈধ পণ্য নিয়ে আসতে না পারে সে ব্যাপারে বিজিবি তৎপর রয়েছে। বিজিবির এমন তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে তিনি এ বিষয়ে সকলের সহায়তা কামনা করেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *