Home সারাদেশ জেলার শ্রেষ্ঠ ওসি রামগড়ের দেব প্রিয় দাশ
Mei ২৫, ২০২৪

জেলার শ্রেষ্ঠ ওসি রামগড়ের দেব প্রিয় দাশ

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

আইন-শৃঙ্খলা রক্ষাসহ পেশাগত দায়িত্ব পালনে অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৪ সালের এপ্রিল মাসের ভালো কাজের স্বীকৃত স্বরূপ খাগড়াছড়িতে টানা তিনবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন রামগড় থানার ওসি দেব প্রিয় দাশ।

বৃহস্প্রতিবার সকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর । শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি)দেব প্রিয় দাশ।

এসময় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মোঃজসিম উদ্দীন পিপিএম, জেলা সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) দেব প্রিয় দাশ জানান, এ অর্জন রামগড় থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সসহ রামগড়ের সর্বস্তরের জনসাধারনকে উৎসর্গ করলাম।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *