ঘাম মুছতে ডলার ব্যবহার করছেন পাকিস্তানি তারকা
ডলার দিয়ে শরীরে জমে থাকা ঘাম মুছছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার আজম খান। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে মার্কিন ডলারের নোট দিয়ে ঘাম মুছছেন ক্রিকেটার আজম খান। পাকিস্তানের টিম বাসের ভিডিও বলেই মনে করা হচ্ছে এটিকে। আর ভিডিওটি পাকিস্তানি তারকা ক্রিকেটার বাবর আজম করেছেন বলে ধারণা করা হচ্ছে।
আজম খানকে কেউ একজন জিজ্ঞেস করছেন- ‘কী হয়েছে?’ এ সময় কপালের ঘাম মুছতে মুছতে আজম খান বলেন, ‘এখানে অনেক গরম বন্ধু।’ এ সময় অন্য ক্রিকেটারদের উচ্চস্বরে হাসতে দেখা যায়।
আজম খানের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বিভিন্ন মন্তব্য করেছেন পাকিস্তানিরাও। অনেকেই কড়া সমালোচনা করেছেন। তারা বলতে চাচ্ছেন, যেখানে পুরো দেশ ডলার সংকট ও খাদ্যের অভাবে ভুগছে, সেখানে কিভাবে একজন ক্রিকেটার সেই মূল্যবান ডলার দিয়ে ঘাম মুছতে পারেন?
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে ইংল্যান্ডে অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল।