Home বিনোদন কানে ৪২ কোটি টাকার নেকলেসে কিয়ারা
Mei ২৩, ২০২৪

কানে ৪২ কোটি টাকার নেকলেসে কিয়ারা

কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো হাজির হয়ে সবাইকে মুগ্ধ করেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। রেড কার্পেটে পোশাকের থেকে কিয়ারার গলার হারটিই বিশেষভাবে নজর কেড়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযাযী, কান চলচ্চিত্র উৎসবের রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারে অংশ নিয়েছিলেন কিয়ারা আদভানি।

গালা ইভেন্টে কিয়ারা পরেছিলেন সিল্কের কাপড়ে তৈরি অফ শোল্ডার গোলাপি ও কালো রঙের গাউন। পোশাকটির পেছনে একটি বড় বো ছিল। চুল বেঁধে রেখেছিলেন একটি উঁচু খোঁপায়। এদিন কিয়ারার গলার হারের মূল্য জানলে অনেকের চোখই কপালে উঠবে।

কিয়ারার গলার নেকলেসটি হীরার তৈরি। এ নেকলেসে হীরার ওপরে হলুদ রঙের পাথর বসানো হয়েছে। এটি তৈরি করেছে বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি। কিয়ারার গলার হারটির মূল্য ৩০ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি ২০ লাখ টাকারও বেশি।

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। গত কয়েক বছরে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় আছে— ‘ডন থ্রি’, ‘গেম চেঞ্জার’, ‘ওয়ার টু’ প্রভৃতি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *