Home খেলা এই চ্যাম্পিয়নশিপে আনন্দ নেই: আলফাজ আহমেদ
Mei ২৩, ২০২৪

এই চ্যাম্পিয়নশিপে আনন্দ নেই: আলফাজ আহমেদ

এবারের লিগে মোহামেডানের হোম ভেন্যু ছিল ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম। লিগের ম্যাচ খেলেছে এখানে। ফেডারেশন কাপের ফাইনাল ছিল গোপালগঞ্জে। সেখান থেকে সরিয়ে ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়। বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হলেও তাদের এই উৎসবে আনন্দ দেখছেন না মোহামেডান কোচ আলফাজ আহমেদ।

তিনি জানিয়েছেন, কিংসকে জিতিয়েছে রেফারি। যেভাবে বাঁশি বাজিয়েছেন তাতে এটাকে উত্সব বলা যায় না। রেফারির সাপোর্ট নিয়ে ট্রফি জেতার মধ্যে চ্যাম্পিয়নের আনন্দ নেই। চ্যাম্পিয়ন হতে হলে খেলে জিততে হবে। আমি একা বলব না। রেফারির মান কেমন সেটা সবাই দেখেছে।’ মোহামেডান কোচ আলফাজ খেলা শেষে একা বসেছিলেন টেন্টে। কথা বলছিলেন না।

সাংবাদিকদের অনুরোধে তিনি বলেন, ‘দর্শক এসেছিল খেলা দেখতে। কিন্তু তারা কিছুই পেল না। আমি বাফুফেকে অনুরোধ করব ভালো মানের রেফারি আনার জন্য। খেলায় হারজিত আছে। ভাগ্য ভালো না হেরে গিয়েছি।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *