ইব্রাহিম রাইসি ‘তেহরানের কসাই’ ছিলেন বলছে ইসরাইল
হেলিকপ্টার দুর্ঘটনায় ১৯ মে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পরাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহহিয়ান।
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ইসরাইলের সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক প্রতিক্রিয়া আসতে শুরু করে।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এমন অনেকের মন্তব্য উল্লেখ রয়েছে। যারা ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুকে ইসরাইলের জন্য ‘সুসংবাদ’ হিসেবে বর্ণনা করেছেন।
ইসরাইলের ইয়াম শহরে এক ধর্মীয় নেতা তার ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন, ইহুদি সপ্তাহে যে প্রার্থনা করা হয় তা যেন তারা পাঠ না করে। উদযাপনের সময় বা ইহুদি উৎসবে চলাকালীন এ প্রার্থনা থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ প্রতিবেদনে ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নাচ, গান করার ঘটনার বিষয়ে উল্লেখ করা হয়েছে।
ইসরাইলের সংবাদমাধ্যম ইয়াই নেট নিউজ তাদের ওয়েবসাইটে ইব্রাহিম রাইসির উত্থানের বিষয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। তারা শিরোনাম করেছে ‘তেহরানের কসাই’।
অন্য একটি প্রতিবেদনে ওয়েবসাইটটির শিরোনাম ছিল ‘ইরানের সবচেয়ে ঘৃণিত ব্যক্তির মৃত্যু’।
তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে উল্লাস করেছে ইসরাইলি নেতারা।