Home খেলা মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন কিংস
Mei ২২, ২০২৪

মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন কিংস

ফেডারেশন কাপে ফের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজ রোমাঞ্চকর ফাইনালে মোহামেডানকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে কিংস।

বুধবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে ২-১ গোলে জিতেছে কিংস। নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডের গোলে কিংস পিছিয়ে পড়ার পর সমতা ফেরান মিগেল ফিগেইরা দামাশেনো। এরপর অতিরিক্ত সময়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন বদলি মিডফিল্ডার জাহিদ হোসেন।

প্রতিযোগিতার রেকর্ড ১২টি ফেডারেশন কাপ জয়ী আবাহনীর পাশে বসার সুযোগ হাতছাড়া হলো মোহামেডানের। চলতি মৌসুমের স্বাধীনতা কাপের ফাইনালের মতো, কিংসের বিপক্ষে ফের একই ব্যবধানে হেরে ফেডারেশন কাপের মুকুট হারাল আলফাজ আহমেদের দল।

২০২০-২১ মৌসুমের পর ফেডারেশন কাপের শিরোপা ফিরে পেল বসুন্ধরা কিংস। এ নিয়ে ঘরোয়া ফুটবলের ট্রেবল (স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ) জিতল তারা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *