Home খেলা বিশ্বকাপ দলে কারা আছেন, জানেন না মাশরাফি
Mei ২০, ২০২৪

বিশ্বকাপ দলে কারা আছেন, জানেন না মাশরাফি

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে দেশ ত্যাগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। যে কারণে আমেরিকাতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল।

বিশ্বকাপের আগে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে কারা আছেন জানেন না বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ দল। যাওয়ার আগে বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্যের দলও ঘোষণা করা হয়েছে। যদিও এর কিছুই জানেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা অডিটরিয়ামে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাশরাফি।

অনুষ্ঠান শেষে বাংলাদেশের বিশ্বকাপ দল কেমন হয়েছে? সংবাদ মাধ্যমের এমন এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘দল দেখিনি। জানি না কারা আছে।’

দলের বর্তমান অবস্থা নিয়ে মাশরাফি বলেন, ‘পুরো দল দেখিনি। কেমন অবস্থায় আছে তাও জানি না। আমি খেলা দেখিনি, সত্যি কথা।’

বিশ্বকাপে বাংলাদেশ দলের গ্রুপে কোন কোন দল আছে, তাও জানেন না মাশরাফি। তিনি বলেন, ‘জানি না আসলে কারা আছে গ্রুপে।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *