বাজেট অধিবেশন শুরু ৫ জুন
আগামী ৫ জুন দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন তথা বাজেট অধিবেশন শুরু হবে। ওই দিন বিকাল ৫টা থেকে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
সোমবার (২০ মে) জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন।
জানা গেছে, আগামী ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের অধিবেশন দীর্ঘ হবে বলে জানা গেছে।
অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। সেখানে অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোকপ্রস্তাব উত্থাপিত হবে।
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন চলতি মাসের ২ তারিখ হতে শুরু হয়ে ৯ মে শেষ হয়। ওই অধিবেশনে একটি বিল পাস হয়।
জানা গেছে, বর্তমান সরকারের চতুর্থ মেয়াদের প্রথম বাজেট তৈরির কাজ মূলত গত ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে। এবারের বাজেটটি প্রথমবারের মতো উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নির্দেশনা রয়েছে, আগামী ৩০ মের মধ্যে বাজেট প্রণয়ন ও এ-সংক্রান্ত সব ধরনের ছাপার কাজ শেষ করতে হবে।
বিদ্যমান বাস্তবতায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কারোরই এখন দম ফেলার ফুরসত নেই। এ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি রুটিন ওয়ার্ক কাজের বাইরে অতিরিক্ত দায়িত্ব পালন শুরু হয়েছে সেই ফেব্রুয়ারি থেকেই। ওই সময় থেকেই একদিকে চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের অগ্রগতি মূল্যায়ন সম্পন্ন করা এবং প্রস্তাবিত বাজেট সংশোধন ও সম্পূরক বাজেট তৈরির কাজ শুরু হয়েছে।
অন্যদিকে, চলতি বছরের বাজেটের অগ্রগতি মূল্যায়নের ভিত্তিতে একই সঙ্গে আগামী অর্থবছরের বাজেট তৈরির কাজও সমান তালে এগিয়ে গেছে। আর এসব কাজ সঠিক সময়ে সম্পন্ন করতে ইতোমধ্যে বাজেট প্রণয়নে সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। কাজের চাপ এতটাই বেড়েছে, তারা অফিসেও আসছেন সকাল ৮টার মধ্যে, আবার বেরও হচ্ছেন রাত ৮টার পর। অর্থাৎ খাওয়ার সময়টি ছাড়া তারা সার্বক্ষণিক ব্যস্ত থাকছেন বাজেটকে এগিয়ে নেওয়ার কাজে।