Home খেলা ‘ফিজ’ নামটা এলো কীভাবে জানালেন মোস্তাফিজ
Mei ১৯, ২০২৪

‘ফিজ’ নামটা এলো কীভাবে জানালেন মোস্তাফিজ

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকে বিশ্বব্যাপী আলোচনায় ছিলেন মোস্তাফিজুর রহমান। বৈচিত্রময় বোলিংয়ে ‘কাটার মাস্টার’ খেতাব পান এই টাইগার পেসার। এছাড়া ‘দ্য ফিজ’ নামে বেশ পরিচিত মোস্তাফিজ। কিন্তু কীভাবে এলো সেটা নিজেই জানিয়েছেন এই বাঁহাতি পেসার।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে অবস্থান করছেন মোস্তাফিজ। বিসিবির প্রকাশিত এক ভিডিওতে জানিয়েছেন ‘দ্য ফিজ’ নামকরণের পেছনের গল্প। অনুশীলনের সময় হোয়াইট বোর্ডে কোচদের নাম লেখার সুবিধার্থেই তার নাম হয়ে যায় ফিজ। মোস্তাফিজ বলেন, ‘আমাদের যে বোর্ডটা আছে ফিল্ডিং সেশন, বোলিং সেশনের বিষয় লেখা থাকে। ওই বোর্ডে যদি পুরো নাম লেখে, তাহলে অনেক বড় হয়ে যায়। এ কারণে লেখে ফিজ।’

তিনি আরও বলেন, ‘প্রথম দিন আমি বুঝিনি। ভেবেছি এটা কে। তারপর আমাকে বলেছে, এটা তুমি। এরপর থেকেই, এরপর আমি আইপিএলে খেলতে গিয়েছিলাম ২০১৬ সালে। ওখানেও ফিজ নামটা জনপ্রিয় হয়ে গেছে। এরপর থেকেই চলছে।’

দেশের হয়ে খেলেই বেশি গর্ব অনুভব করেন উল্লেখ করে এই টাইগার পেসার আরও বলেন, ‘দেশের হয়ে খেলা তো একটা গৌরবের বিষয়। আমি সব সময় দেশের হয়ে খেলাটা উপভোগ করি। আমার মনে হয় যখন কোনো বড় টুর্নামেন্ট হয়, কোনো বড় ট্রফি জেতে, তখন বড় খেলোয়াড় বলা হয়। এই আক্ষেপ তো সব সময় রয়েই গেছে।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *