Home খেলা কোন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি, চলছে বিতর্ক
Mei ১৮, ২০২৪

কোন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি, চলছে বিতর্ক

২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এই ঘোষণার পর শঙ্কা জাগে ভারতের অংশগ্রহণ নিয়ে। সেই শঙ্কার মাঝে যোগ হয়েছে ফরম্যাট বিতর্ক।

শুরু থেকে ওয়ানডে ফরম্যাটে হয়ে আসছে আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্ট। তবে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করতে চাপ দিচ্ছে সম্প্রচার স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান ডিজনি স্টার (স্টার স্পোর্টস)। ভারতীয় গণমাধ্যম বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গত মাসে দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আইসিসির শীর্ষ কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার স্টেকহোল্ডারদের প্রতিনিধিরা। ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ওপর জোর দেন সভায় উপস্থিত থাকাদের বড় একটা অংশ।

তাদের যুক্তি ২০১৯ বিশ্বকাপের পর থেকে ২০ শতাংশের বেশি দর্শক কমেছে ওয়ানডের। এ সময় বিজ্ঞাপন স্লটের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়। ৫০ ওভারের ক্রিকেটে বিজ্ঞাপন স্লটের পুরোটা বিক্রি করা অসম্ভব বলে জানানো হয় ক্রিকবাজের প্রতিবেদনে।

আরও বলা হয় টি-টোয়েন্টি ফরম্যাটে বিজ্ঞাপন স্লট কম হলেও বাণিজ্যিক মূল্য অনেক বেশি। একটি টি-টোয়েন্টি ম্যাচে ১০০টি বিজ্ঞাপন স্লট থাকলেও ওয়ানডেতে থাকে ১৬০টি। তবে ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টির বিজ্ঞাপন স্লটের দাম বেশি হওয়ায় অনেক লাভজনক।

আবার অনেকে ওয়ানডের পক্ষেও যুক্তি তুলে ধরেন। গত বছর ভারত বিশ্বকাপের সাফল্য সামনে আনা হয় আলোচনায়। ভারতের মাটিতে বিশ্ব আসর এবং স্বাগতিক দলের পারফরম্যানন্স, এই সাফল্যের মূল কারণ বলে উল্লেখ করা হয় সভায়।

এ ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি নিয়েও আপত্তি তোলা হয়। ২০২৫ সালে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এটি আয়োজন করতে চায় পাকিস্তান। এর সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপেরও যোগসূত্র রয়েছে।

এ ছাড়া পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এরই মধ্যে অপারগতার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদি ভারত নিজের এই সিদ্ধান্তে অনড় থাকে তাহলে এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি।

সেক্ষেত্রে রোহিত-কোহলিদের সম্ভাব্য ভেন্যু হিসেবে ধরা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতকে। বাকি দলগুলো পাকিস্তানে খেললেও ভারতের সঙ্গে ম্যাচ হলে তাদের আসতে আরব আমিরাতে। এতে করে দলগুলো অতিরিক্ত ভ্রমণ করতে হবে। পাশাপাশি তিন দিনে দুটি ম্যাচ খেলতে হতে পারে, যা অনেক চ্যালেঞ্জিং।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট পরিবর্তন করা আইসিসির জন্য সহজ নয়। ওয়ানডে টুর্নামেন্ট হিসেবেই এর স্বত্ব বিক্রি করা আছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের স্টেকহোল্ডারদের (পৃষ্ঠপোষক) সঙ্গে বসতে হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার।

বিতর্ক যতই হোক আইসিসির কর্মকর্তাদের ধারণা শেষ পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। যত দ্রুত এই বিতর্ক শেষ হবে, তত দ্রুতই আইসিসির ওপর থেকে চাপ কমবে বলে বিশ্বাস সংস্থাটির কর্তাদের।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *