Home তথ্য প্রযুক্তি মস্তিষ্কে ইলন মাস্কের চিপ, চিন্তার মাধ্যমে চলছে কম্পিউটার!
Mei ১৮, ২০২৪

মস্তিষ্কে ইলন মাস্কের চিপ, চিন্তার মাধ্যমে চলছে কম্পিউটার!

প্রথমবারের মতো মানব মস্তিষ্কে নিউরালিংকের চিপ বসানো হয়েছে। এই কথা জানিয়েছেন নিউরালিংকের প্রতিষ্ঠাতা ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। যার মস্তিষ্কে চিপটি বসানো হয়েছে, তিনি ইতোমধ্যেই মস্তিষ্কের মাধ্যমে কম্পিউটার চালনা করতে পারছেন বলেও দাবি করেছেন মাস্ক।

এক এক্স পোস্টে মাস্ক জানান, ‘প্রাথমিক ফলাফলে নিউরন স্পাইক শনাক্তকরণ ব্যবস্থায় আশাব্যঞ্জক সাড়া মিলেছে।’

স্পাইক হলো নিউরনের কার্যকলাপ। যাকে ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ ‘কোষের বৈদ্যুতিক এবং রাসায়নিক সংকেত ব্যবহার করে মস্তিষ্কে এবং শরীরে তথ্য প্রেরণ ব্যবস্থা’ হিসাবে বর্ণনা করেছে।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) নিউরালিংককে প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে চিপ বসিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালানোর অনুমতি দেয়। এটি পক্ষাঘাতগ্রস্ত এবং বিভিন্ন স্নায়বিক সমস্যায় ভোগা রোগীদের সাহায্য করার জন্য এই স্টার্টআপের লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

নিউরালিংকের প্রাথমিক লক্ষ্য ছিলো মস্তিষ্কে বসানো চিপের সাহায্যে মানুষ যাতে কম্পিউটারের কার্সর ও মাউস নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ, মনে মনে ভেবেই কম্পিউটারে কাজ করা যাবে। অন্তত মাউস ও কিবোর্ড পরিচালনার অংশটুকু।

ইলন মাস্ক দাবি করেছেন, এ ক্ষেত্রে এরই মধ্যে সফলতা পাওয়া গেছে। তিনি বলেন, ‘অগ্রগতি ভালো, এবং রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। আমাদের জানামতে তার উপর কোনো নেতিবাচক প্রভাব নেই। রোগী কেবল চিন্তা করেই মাউস নিয়ন্ত্রণে সক্ষম।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *