রাঙ্গামাটির লংগদু উপজেলায় জেএসএস (সন্তু লারমা) সশস্ত্র গ্রুপের অতর্কিত হামলায় ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের দুইজন নিহত হয়েছেন।
শনিবার (১৮ মে) সকাল ৯টায় লংগদু উপজেলাধীন লংগদু ইউনিয়নের মনপতি বাজারের বড়হাড়িকাবার ভালেদি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে বড়হাড়িকাবার ভালেদি ঘাটের পার্শ্ববর্তী স্থানে ৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী এসে সেখানে সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এই হামলায় ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যা ধন চাকমা ওরফে তিলক (৪৫) এবং সমর্থক ধন্য মনি চাকমা (৩৫) নিহত হন।
লংগদু থানার ওসি মো. হারুনুর রশীদ বলেন, সকালে গোলাগুলির খবর পেয়েছি। তবে আহত-নিহতের সংখ্যা বলতে পারবো না। ঘটনার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রওনা হয়েছেন। তারা ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানাতে পারবো।
এদিকে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় নিরাপত্তা বাহিনীর জোরদার করা হয়েছে।
ইউপিডিএফ-এর রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে লংগদুতে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীদের হামলায় ইউপিডিএফের সদস্য ও সমর্থক মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।