Home বানিজ্য কৃষকদের মাঝে আউশ ধানের প্রণোদনার সার বীজ ও কম্বাইন্ড হারভেস্টার বিতরণ
Mei ১৩, ২০২৪

কৃষকদের মাঝে আউশ ধানের প্রণোদনার সার বীজ ও কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

কৃষকদের আধুনিক পদ্ধতিতে দ্রুত ও সহজভাবে ধান, গম, ভুট্টা, সরিষা এসব ফসল কর্তন ও মাড়াইয়ের জন্য জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৩ জন কৃষকের নিকট তুলে দেওয়া হলো হারভেস্টার মেশিন। কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিককরণ প্রকল্পের আওতায় উপজেলার আওলাই ইউনিয়নের কাঁকড়া গ্রামের মহির উদ্দিনের পুত্র আবুল বাসেত ও নওগাঁ গ্রামের হারুনুর রশিদের পুত্র ইসমাইল হোসেন এবং কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামের আতাউর রহমানের পুত্র জাহিদ হাসান মন্ডলকে হারভেস্টার মেশিন দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩২ লাখ টাকা মূল্যের হারভেস্টার মেশিন ৫০% ভর্ভুকি মূল্যে ১৬ লক্ষ ৫৩ হাজার টাকা দিয়ে মেশিন ও চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাজেস প্রসার ও উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম, হারভেস্টার কোম্পনির মেটাল এগ্রিটেক এর জয়পুরহাটের টেরিটরি কর্মকর্তা আবু সাঈদ ও নওগাঁ এরিয়া অফিসের কর্মকর্তা উপস্থিত ছিলেন প্রমুখ এর পূর্বে আউশ ধানের প্রনোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *