Home সারাদেশ বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ২৫
Mei ১১, ২০২৪

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ২৫

জুবায়ের হোসাইন, হিলি(দিনাজপুর)

দিনাজপুরের হিলিতে আজমেরি পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ধানকাটা শ্রমিকসহ প্রায় ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ মে) দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার এসআই শামীম হোসেন।
তিনি বলেন, দিনাজপুর থেকে হিলির দিকে ছেড়ে আসা আজমেরি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডাঙ্গাপাড়া পুলিশ বক্স এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাসে থাকা যাত্রী ও ধানকাটা শ্রমিকসহ ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে। পুলিশ তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *