ববির ‘জামাল কুদু’ নাচ তবে কি রেখার থেকে অনুপ্রাণিত
বলিউড নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার সুপারহিট সিনেমা ‘অ্যানিম্যাল’। ২০২৩ সালে এ মুক্তিপ্রাপ্ত-এ সিনেমায় তুমুল জনপ্রিয় হয়েছিল অভিনেতা ববি দেওলের ‘জামাল কুদু’ গানটি। এই গানে মাথায় মদের গ্লাস নিয়ে ববির সে নাচ নেটদুনিয়ায় রীতিমত ঝড় তুলেছে। তবে মজার বিষয়, ববির আগে একই ভঙ্গিতে বলিউডে এই নাচ নেচেছিলেন অভিনেত্রী রেখা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জেকে বিহারি পরিচালিত ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমাটি মুক্তি পায় ১৯৮৮ সালে। ৩৬ বছর আগে এ সিনেমায় ‘শাশুজি তু নে মেরি কদর না জানি’ গানে ববির মতোই মাথায় মদের গ্লাস রেখে নেচেছিলেন রেখা।
মজার বিষয় হলো, গানের ওই অংশটির সঙ্গে ‘জামাল কুদু’ জুড়ে দিয়ে নতুন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখে নেটিজেনরা একাংশ রেখার প্রশংসায় মেতেছেন। কারও মতে, ববির অনেক আগেই রেখা তার নাচের দক্ষতার প্রমাণ করেছেন।
‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক করেন সালমান খান। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন রেখা ও ফারুক শেখ।