নড়াইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৮ মে
নড়াইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ মে। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নড়াইল জেলা যুবলীগকে আরও গতিশীল ও শক্তিশালী করতে আগামী ২৮ মে এ শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। গত শনিবার যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সই করা এক চিঠিতে এ সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।