Home দেশ-বিদেশের যু্দ্ধ যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, ইসরায়েলের ‘প্রত্যাখ্যান’
Mei ৭, ২০২৪

যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, ইসরায়েলের ‘প্রত্যাখ্যান’

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা মধ্যস্থতাকারী কাতার ও মিশরের দেওয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। তবে এমন প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে ইসরায়েল। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ইসমাইল হানিয়ে (হামাস প্রধান) কাতারের প্রধানমন্ত্রী এবং মিশরের গোয়েন্দা প্রধানকে তাদের এই যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার কথা নিশ্চিত করেছে। তবে হামাসের এমন প্রস্তাবে রাজি হওয়ার পরেই তা গ্রহণযোগ্য নয় বলে জানায় ইসরায়েল।

এদিকে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার মধ্যেই রাফাহতে হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। সাত মাস পর যুদ্ধবিরতির প্রস্তাবে অগ্রগতি ঘটলেও ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ প্রান্তে রাফাহতে আকাশ ও স্থল থেকে আক্রমণ চালিয়েছে। এ ছাড়া শহরের বাসিন্দাদের কিছু এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *