‘লিটন রান না পেলেও অনেক পরিশ্রম করছে’
ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না লিটন দাসের। তিন ফরম্যাটেই রান খরা চলছে এই টাইগার ব্যাটারের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও ব্যর্থ হয়েছেন লিটন। ৩ বলে মাত্র ১ রান করে আউট হন এই ওপেনার। লিটনের ফর্মহীনতা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প।
শনিবার (৪ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হেম্প বলেন, ‘সে (লিটন) হয়তো রান পাচ্ছে না, কিন্তু নিজের খেলাটা নিয়ে সে অনেক পরিশ্রম করছে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সে প্রতিনিয়ত আরও ভালো হওয়ার চেষ্টা করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘প্লেয়াররা এমন সময়ের মধ্য দিয়ে যাবে, কখনও তারা রান করবে কখনও আবার করবে না। এখন হয়তো সে অতটা ধারাবাহিক নয়। তবে সে এটি নিয়ে কাজ করছে এবং কঠোর পরিশ্রম করছে। এটাই বেশি গুরুত্বপূর্ণ।’
ধারাবাহিক ব্যর্থতার পরও লিটনের পরিশ্রম করে যাওয়াটাকেই বড় করে দেখছেন টাইগারদের ব্যাটিং কোচ। হেম্প বলেন, ‘আসলে (লিটনের ক্ষেত্রে) কাজটি অনেক কঠিন। নতুন বল অনেক সময় এদিক–সেদিক করে, গত রাতে যা করল। এখানে ব্যাট করাটা কঠিন, কারণ নতুন বলের চ্যালেঞ্জ থাকে। তবে সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এগিয়ে যাওয়ার জন্য এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’