Home সারাদেশ বাবাকে ভাত দিতে যাওয়া শিশুর মরদেহ মিলল নবগঙ্গায়
Mei ৪, ২০২৪

বাবাকে ভাত দিতে যাওয়া শিশুর মরদেহ মিলল নবগঙ্গায়

নাহিদ হাসান মুন্না
 প্রতিনিধি, নড়াইল।
০২ মে, ২০২৪।
নড়াইলের কালিয়ায় বাবাকে ইট ভাটায় ভাত দিতে গিয়ে নিখোঁজ হওয়া এক শিশু সুফিয়ার (৯) মরদেহ মিলেছে নবগঙ্গা নদীতে। বৃহস্পতিবার (২মে) দুপুরের দিকে উপজেলার ইসলামপুরে নবগঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। শিশু সুফিয়া ওই উপজেলার কাঞ্চনপুর গ্রামের আক্তার শেখের মেয়ে।
সুফিয়ার স্বজনদের সূত্রে জানা গেছে, গতকাল সকালে কাঞ্চনপুর গ্রামের সুপার ব্রিকস নামে একটি ইট ভাটায় বাবা আক্তার শেখকে ভাত দিয়ে ফেরার পথে নিখোঁজ হয় সুফিয়া। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায় না পরিবার। পরে আজ বৃহস্পতিবার দুপুরে একই উপজেলার ইসলামপুর এলাকায় নবগঙ্গা নদীতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা নদী থেকে মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থল এসে নিহতের স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।
নিহত সুফিয়া মা ও নানী কাঁদেত কাঁদতে বলেন, শিশুটিকে হত্যা করা হয়েছে। সন্তান হত্যার সঠিক বিচার চান তারা।
এ ব্যাপারে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শরীরের কোথাও  আঘাতের চিহ্ন পাওযা যায় নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
নাহিদ হাসান মুন্না
নড়াইল

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *