Home বিনোদন দুর্ধর্ষ আলিয়া!
Mei ১, ২০২৪

দুর্ধর্ষ আলিয়া!

শেষ মুক্তি পাওয়া প্রতিটি সিনেমায় নিজেকে ভেঙেছেন অভিনেত্রী আলিয়া ভাট। তার অভিনয়ও মুগ্ধ করেছে ভক্তদের। বর্তমানে সংখ্যার চেয়ে ব্যতিক্রমী কিছু কাজের অংশ হওয়ার দিকে জোর দিচ্ছেন তিনি।

সেই ধারাবাহিকতায় কিছুদিন আগেই তিনি যুক্ত হয়েছেন যশরাজ ফিল্মসের স্পাই ঘরানার একটি সিনেমায়। নারী প্রধান গল্পে নির্মিতব্য এই সিনেমাটিতে আলিয়া মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। তবে এবার নতুন খবরে সবাইকে চমকে দিলো যশরাজ ফিল্মস। চমক দিয়ে কামব্যাক করা অভিনেতা ববি দেওলের সঙ্গে লড়াই করবেন আলিয়া। কারণ সিনেমাটিতে সম্প্রতি ভিলেন হিসেবে যুক্ত হয়েছেন ববি।

জানা গেছে, এই সিনেমাটিতে মোট ৭টি অ্যাকশন দৃশ্য থাকবে। আসলে দুর্ধর্ষ অ্যাকশন সিনেমা নির্মাণ করতে কোনো কমতি রাখছেন না নির্মাতা। এর আগে যদিও যশরাজ স্পাইভার্সের সিনেমাগুলোতে দাপুটে মহিলা চরিত্র দেখা গেছে, তবে এবার পুরো বিষয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাইছেন আদিত্য চোপড়া। সিনেমাটিতে আলিয়া ভাটকে মার্শাল আর্টস করতে দেখা যাবে। আরেকটি দৃশ্যে ববির সঙ্গে দুর্ধর্ষ অ্যাকশনে মুখোমুখি হবেন আলিয়া। সব মিলিয়ে দারুণ একটি সিনেমা দর্শকদের উপহার দিতে চাচ্ছেন সংশ্লিষ্টরা। সেই লক্ষ্যেই আসছে সেপ্টেম্বর মাস থেকে এই সিনেমাটির শুটিং শুরু করবেন পরিচালক।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *