Home রাজনীতি তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে সমাবেশ বিএনপির
Mei ১, ২০২৪

তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে সমাবেশ বিএনপির

তীব্র গরম উপক্ষা করে আন্তর্জাতিক শ্রমিক দিবসে উপলক্ষে রাজধানীতে বিএনপির সমাবেশ চলছে। শ্রমিক সমাবেশ ঘিরে বিএনপির নেতাকর্মীদের পাদচারণায় মুখর রাজধানীর নয়াপল্টন এলাকা।

বুধবার (১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে আনুষ্ঠানিকভাবেভাবে শুরু হয় সমাবেশ।

সমাবেশে বিএনপি নেতারা বলছেন, সরকারের জুলুম ও নির্যাতনের পরও দমে যাননি নেতাকর্মীরা।

সফল না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি তাদের।

নেতাদের অভিযোগ, সরকার জনগণ বিশেষ করে শ্রমিকদের কল্যাণ না দেখে লুটপাট এবং বিরোধী দল দমনে ব্যস্ত।

এর আগে তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হয় শ্রমিক দল ও বিএনপির অন্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গরমের মধ্যে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে অংশ নিয়েছেন নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শ্রমিকদলসহ গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলার শ্রমিকদলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *