Home সারাদেশ রামগড়ে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ৪ লাখ টাকা জরিমান
এপ্রিল ৩০, ২০২৪

রামগড়ে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ৪ লাখ টাকা জরিমান

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে এক ব্যক্তিকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ওই মাটি ব্যবসায়ী হলেন, মো. আবদুল্লাহ আল মামুন । তিনি রামগড় পৌরসভার বাগানটিলা এলাকার বাসিন্দা আবদুল জলিলের ছেলে।

আজ সোমবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার ১ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রৃপাইছড়ি এলাকায়  অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার  ও নির্বাহী ম্যাজিস্টেট মমতা আফরিন।

উপজেলা নির্বাহী অফিসার  ও নির্বাহী ম্যাজিস্টেট মমতা আফরিন বলেন, বেশ কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি কর্তন করে আসছিলো। গোপনে সংবাদ পেয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্গনের অপরাধে দোষী ব্যক্তিকে চার লক্ষ টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খননযন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবে না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *