নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে কম্পিউটার ইঞ্জিনিয়ার নিহত
পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় সঞ্জীব কুমার হালদার (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সঞ্জীব হালদার উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের জনার্দ্ধন হালাদারের ছেলে। তিনি পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার।
সোমবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার ভাইজোড়া এলাকার পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ডা. দিপঙ্কর নাগের নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় নিহত হন। তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডাক্তার দিপঙ্কর নাগের নির্বাচন পরিচালনা কমিটির একজন উপদেষ্টা সদস্য ছিলেন।
তাকে বহন করা মোটরসাইকেলচালক শাহাজাহান জানান, প্রচারণা শেষে রাতে নাজিরপুর মাটিভাঙ্গা সড়কের পলাশডাঙ্গা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে রাখা ধানের খরের ওপর পরে যান তারা। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেল আরোহী সঞ্জীব কুমারকে চাপা দেয়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিপন পাল জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।