Home বিনোদন এবার শাকিবের পাত্রী কে?
এপ্রিল ২৯, ২০২৪

এবার শাকিবের পাত্রী কে?

এবার পরিবারের পছন্দে বিয়ে করবেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, এমন খবর নিয়ে গত দুয়েকদিন ধরে আলোচনায় চলছে। তবে কে হতে যাচ্ছেন পাত্রী, তা নিয়ে শাকিব ভক্তদের মনে নানা প্রশ্ন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষদিকে ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসবেন শাকিব খান। আর এই আয়োজনের পুরো দায়িত্ব কাঁধে নিয়ে শাকিবের পরিবারই চালাচ্ছে পাত্রীর খোঁজ।

কয়েকবছর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব বলেছিলেন, বউ হিসেবে ডাক্তার মেয়ে তার পছন্দ। তবে কি এবার তার পাত্রী ডাক্তার?

ঘনিষ্ট এক সূত্রে জানা গেছে, ঢাকার পার্শ্ববর্তী একটি জেলার এক মেয়েকে শাকিবের হবু বউ হিসেবে প্রাথমিকভাবে পছন্দ করেছে তার পরিবার। মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসাবিজ্ঞানে লেখাপড়া করে দেশে ফিরেছেন। আরেক সূত্র বলছে, ঢাকার পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সিগঞ্জ। সম্প্রতি শাকিবের জন্য একাধিক মেয়ে দেখা হলেও মুন্সিগঞ্জের মেয়েই এগিয়ে আছেন।

শাকিবের পরিবারের সঙ্গে ঘনিষ্টরা বলছেন, শাকিবের জীবনে অপু বিশ্বাস ও শবনম বুবলী সাবেক হওয়া সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। এ কারণে শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে। সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে।

তাদের অভিযোগ, প্রতি ঈদে সিনেমা মুক্তির আগে শাকিবকে টেনে বিভিন্ন মিথ্যাচার করেন বুবলী। নিজের সিনেমায় যাতে প্রভাব না পড়ে, এ কারণে শাকিব কিছু বলেন না। তবে গত ঈদে বুবলী যা যা বলেছেন, এতে শাকিব রাগ করেছেন। কলকাতায় গিয়েও বুবলী সাক্ষাৎকারে বলেছেন, শাকিব তার সিনেমার কাজে খুশি, যা পুরোপুরি মিথ্যাচার।

বুবলীর এসব আচরণে বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে বাসায় আসতে বারণ করেছেন শাকিব ও তার পরিবার। এ-ও বলে দেওয়া হয়েছে, সন্তান শেহজাদ এলে যেন বুবলীর সঙ্গে নয়, পরিবারের অন্যদের সঙ্গে আসে। একইভাবে অপু বিশ্বাসের সঙ্গেও সম্পর্ক নেই। শুধু আব্রাহামের মা হিসেবে যোগাযোগ আছে। প্রয়োজনে আব্রাহাম বাবার কাছে যেতে পারে, সেই দরজা শাকিব খোলা রেখেছেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *