Home সারাদেশ হিলিতে চলছে বিনামূল্যে শরবত বিতরণ
এপ্রিল ২৮, ২০২৪

হিলিতে চলছে বিনামূল্যে শরবত বিতরণ

জুবায়ের হোসাইন, হিলি (দিনাজপুর)
বর্তমানে চলমান তীব্র দাবদাহের মধ্যে তৃষ্ণার্ত মানুষের মাঝে ঠান্ডা শরবত (লেবু, ট্যাং, চিনি ও বরফ মিশ্রিত) বিতরণ করছেন ‘উদ্যোক্তা আজিম আহমেদ সঞ্চয়’। আজিম হিলির চুড়িপট্টি এলাকার বাসিন্দা। গেলো শুক্রবার (২৬ এপ্রিল) থেকে আজ রবিবার (২৮ এপ্রিল) পর্যন্ত চলছে বিনামূল্যে শরবত বিতরণ।
উদ্যোক্তা ‘ভয়েস অব বাংলাদেশ’ কে বলেন। তীব্র দাবদাহের মধ্যে আমাদের আশেপাশের মেহনতি মানুষের কথা চিন্তা করে এ উদ্যোগ। আমরা আরো দুইদিন বিনামূল্যে শরবত বিতরণ করতে চাই।
উদ্যোক্তা ‘আজিম আহমেদ সঞ্চয়’ গেলো রমজানে জনসাধারণের মাঝে বিক্রয় করেছেন লাভ ছাড়া সেমাই ও চিনি।
তিনি ভবিষ্যতে এইরকম আরো ছোট বড় উদ্যোগ নিয়ে জনসাধারণের পাশে দাঁড়াতে চান।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *