Home দেশ-বিদেশের যু্দ্ধ গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
এপ্রিল ২৭, ২০২৪

গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ

ইসরায়েলি সেনাদের তাণ্ডবে ধ্বংসস্তূপে রুপ নিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। শুক্রবার (২৬ এপ্রিল) জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ জানায় সেখানকার ধ্বংসস্তূপ সরাতে ১৪ বছর লেগে যেতে পারে।

সংবাদ সম্মেলনে জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের (ইউএনএমএএস) সিনিয়র কর্মকর্তা পেহর লোধাম্মার বলেন, যুদ্ধের কারণে ঘনবসতিপূর্ণ ওই অঞ্চলে প্রায় ৩ কোটি ৭০ লাখ টন ধ্বংসাবশেষ পড়ে আছে। গাজায় কী পরিমাণ অবিস্ফোরিত গোলাবারুদ আছে তা নির্ধারণ করা প্রায় অসম্ভব। তারপরও ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষসহ পুরো ধ্বংসস্তূপ পরিষ্কার করতে ১৪ বছরের মতো সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গেলো বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হয়। এর পর থেকে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ছয় মাসের বেশি সময় ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন ৭৭ হাজারের বেশি মানুষ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *