Home সারাদেশ ঝালকাঠিতে মৎস্য কর্মকর্তার ৩ ঘন্টার অভিযানে  লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ।
এপ্রিল ২৫, ২০২৪

ঝালকাঠিতে মৎস্য কর্মকর্তার ৩ ঘন্টার অভিযানে  লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ।

তাইফুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি সুগন্ধা নদীর চরে বৃহস্পতিবার ২৫ শে এপ্রিল সকাল ৫:৩০টা থেকে ৮:৩০ টা পর্যন্ত অবৈধ ৫০০মিটার চরগেরা ১০ টি জাল জব্দ করেছে ঝালকাঠি মৎস্য বিভাগ।
অভিযান পরিচালনা করেন ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদা ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃজিয়া উদ্দিন।
এবিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে আজকের অভিযানে ১০টি চরগেরা জাল জব্দ করা হয় যার বাজার মূল্য ১ লক্ষ টাকা । অভিযানের খবর পেয়ে জেলেরা পালিয়ে গিয়েছে তাই তাদের আটক করা যায় নি।
অবৈধ চরগেরায় মাছের রেনু বিভিন্ন প্রজাতির মাছের ডিম ও মা মাছের মৃত্যু হয় ।
এসব অবৈধ জাল জেলেরা যাহাতে ব‍্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছের যেন ধ্বংস করতে না পারে তার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত অবৈধ জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *