Home রাজনীতি নির্বাচন থেকে সরে বিএনপি নেতা বললেন, ‘রিজভী ভাই ফোন করেছিলেন’
এপ্রিল ২৩, ২০২৪

নির্বাচন থেকে সরে বিএনপি নেতা বললেন, ‘রিজভী ভাই ফোন করেছিলেন’

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আক্কেলপুর পৌর বিএনপির সদস্য আবদুল ওয়াহেদ। গতকাল সোমবার তিনি রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম প্রথম আলোকে বলেন, তিনজন প্রার্থীর মধ্যে আবদুল ওয়াহেদ মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন চেয়ারম্যান পদে লড়বেন দুজন। তাঁরা হলেন মো. মোকছেদ আলী মণ্ডল ও মো. নুরুন্নবী আরিফ। মোকছেদ আলী মণ্ডল জয়পুরহাট জেলা আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি ও মো. নুরুন্নবী আরিফ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক।

বিএনপি দলীয়ভাবে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পরও আবদুল ওয়াহেদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপে নির্বাচনে শেষ পর্যন্ত থাকার কথাও জানিয়েছিলেন। তবে হঠাৎ গতকাল বিকেলে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য কেউ চাপ দেননি। আমাকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই ফোন করেছিলেন। তাঁরই নির্দেশে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *