Home রাজনীতি বিএনপির দুই নেতা কারাগারে
এপ্রিল ১৮, ২০২৪

বিএনপির দুই নেতা কারাগারে

রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় ২ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব এবং যুবদলের ক্রীড়া সম্পাদক আবুল মনছুর খান দিপককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তাদের আইনজীবী অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের পল্টন থানার এক মামলায় আদালত ২ বছরের কারাদণ্ড দেন। তারা আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

হাবিবুর রশিদ হাবিব জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি এবং আবুল মনছুর খান দিপক ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *