হিলিতে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে মরদেহ উদ্ধার
জুবায়ের হোসাইন, হিলি (দিনাজপুর)
হাকিমপুর (হিলি) স্টেশনে আজ (১৮ই এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় পা বিহীন অজ্ঞাত এক মহিলার মৃত দেহ।
ট্রেন ইঞ্জিনের মাঝখানে আটকে ছিলো অজ্ঞাত মহিলার দেহ।
ঢাকাগামী ট্রেনটি হাকিমপুর (হিলি) সীমান্তের চেকপোস্ট এলাকা পার হচ্ছিল, এমন সময় স্থানীয় ও বিজিবিরা ট্রেন ইঞ্জিনের সামনের অংশের মাঝামাঝি অবস্থানে এক মহিলাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করছিলেন। ট্রেন চালক বিষয়টি বুঝার সাথে সাথে ইমার্জেন্সি ভাবে হাকিমপুর (হিলি) স্টেশনে ট্রেনটিকে থামান।
এসময় হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই রফিকুল ইসলাম) লাশটি ট্রেন ইঞ্জিনের সামনের অংশের মাঝামাঝি অবস্থান থেকে পা বিহীন অবস্থায় উদ্ধার করেন। এতে করে আধাঘণ্টার মতো এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
স্থানীয়রা বলছেন, হতে পারে মহিলাটি রেললাইনে দাঁড়িয়ে ছিলো বা হাঁটাচলা করছিলো। সে সময় ট্রেনটির সাথে তার ধাক্কা লাগে ট্রেনের গতি বেশী থাকায় ট্রেন ইঞ্জিনের সাথে তিনি আটকে যান এবং এখান পর্যন্ত চলে আসেন। ইঞ্জিনের সামনের অংশে আটকে থাকার কারণে তার পায়ের কিছু অংশ ছিড়ে যায়।